Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, সর্বোচ্চ বেতন ৫৬ হাজার

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১২:৩০ পিএম


স্বাস্থ্য মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, সর্বোচ্চ  বেতন ৫৬ হাজার

স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) কর্মসূচির অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট (এইচএসএম) অপারেশনাল প্ল্যানের মেয়াদ পর্যন্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ কর্মসূচির আওতায় আট ক্যাটাগরির পদে ষষ্ঠ ও নবম গ্রেডে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশুস্বাস্থ্য)

পদসংখ্যা: ১।

যোগ্যতা: এমবিবিএস, শিশুস্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/এমডি/ এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স :৩৭ বছর। বেতন: সাকল্যে বেতন ৫৬,৫২৫ টাকা (গ্রেড-৬)

২. পদের নাম: ট্রেনিং কো-অর্ডিনেটর

পদসংখ্যা: ১।

যোগ্যতা: স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি ও কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর। বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: শিশুস্বাস্থ্য চিকিত্সক

পদসংখ্যা : ২২।

যোগ্যতা: এমবিবিএস; শিশুরোগে উচ্চতর ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স : ৩২ বছর। বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম : শিশু মনোবিজ্ঞানী

পদসংখ্যা: ৩।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে সম্মানসহ স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি; তবে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ বছর।

বেতন : সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: ডেভেলপমেন্ট থেরাপিস্ট

পদসংখ্যা : ১৬।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি/ অকুপেশনাল থেরাপি/স্পিচ থেরাপি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা গার্হস্থ্য অর্থনীতির শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং নিউরোডিজঅর্ডার, অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ায় তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : ৩০ বছর।

বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এমঅ্যান্ডই)

পদসংখ্যা : ১২।

যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ৩২ বছর। বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: কোয়ালিটি অফিসার

পদসংখ্যা : ২।

যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স : ৩২ বছর।

বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)

৮. পদের নাম: রিজিওনাল কো-অর্ডিনেটর (কোয়ালিটি)

পদসংখ্যা: ৪।

যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ৩২ বছর। বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)

বয়সসীমা : ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের এই http://hsm.teletalk.com.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য  লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] এই ঠিকানায় ই-মেইল করা হবে।

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : ২ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

এআরএস

Link copied!