Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আবারও পেছাল আনভীরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

মো. মাসুম বিল্লাহ

জুন ২২, ২০২২, ০৩:৫৮ পিএম


আবারও পেছাল আনভীরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৩ জুলাইয়ে মধ্যে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. আলাউদ্দিন আজ বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৪তম বার সময় নিলো পিবিআই।

এর আগে গত ১৭ মে ঢাকার আরেকটি আদালত আনভীরের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার আবেদন খারিজ করেন এবং পিবিআইকে ২২ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।

গত বছরের ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাটে ২১ বছর বয়সী কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে গত বছরের ৬ সেপ্টেম্বর ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এই মামলাটি করেন।

মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ ও অপর ৬ জনকেও আসামি করা হয়।

আমারসংবাদ/এবি

Link copied!