Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

ইয়ামিন হত্যা মামলা

৫ দিনের রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২৪, ১২:২৮ পিএম


৫ দিনের রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি

সাভারের ইয়ামিন হত্যা মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আব্দুল্লাহ বিশ্বাস তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস উদ্দীনের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদি পক্ষে শুনানিতে অংশ নেন ওমর ফারুক ফারুকী, শামসুজ্জামান দিপু প্রমুখ আইনজীবী। আসামী পক্ষে রিমান্ড বাতিল করে জামিন চান এডভোকেট ফারজানা ইয়াসমিন।

উল্লেখ্য, এই মামলার আসামি শেখ হাসিনাসহ ৪৭ জন।

বিআরইউ

Link copied!