Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫,

হত্যাচেষ্টা মামলা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৫, ০৩:৪০ পিএম


অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে, ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির জন্য দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুনানি শেষে আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে, অন্যদিকে আসামি পক্ষ তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড অনুমোদন দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুব আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিকুর রহমান তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে সোস্যাল মিডিয়ায় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান করেছেন। শেখ হাসিনাকে বিভিন্নভাবে আন্দোলন দমনে উস্কানি দিয়েছেন। আন্দোলনের সময় সিদ্দিকুর আহত ছাত্র জনতাকে হাসপাতালে ভর্তিতেও বাধা দিয়েছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিদ্দিককে কিছু যুবক আটক করে। পরে তাকে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে অবস্থিত কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ঘটনার প্রায় ১০ মাস পর তিনি গুলশান থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।

এ মামলার অন্যতম আসামি হিসেবে অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

আরএস

Link copied!