ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
বইমেলায় শিশু প্রহর

হালুম-টুকটুকির সঙ্গে মেতেছে শিশুরা

আবু ছালেহ আতিফ

আবু ছালেহ আতিফ

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৫:৪১ পিএম

হালুম-টুকটুকির সঙ্গে মেতেছে শিশুরা

পহেলা ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৩। মেলায় অন্যসব আয়োজনের পাশাপাশি শিশুপ্রহরের এই আয়োজন প্রাণ চঞ্চলতায় রূপ নিয়েছে ছোটো ছোটো খুকুমণিদের উপস্থিতিতে।

এখানে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন অভিভাবকরাও। সিসিমপুরের ইকরি, হালুম, টুকটুকিদের সরাসরি পেয়ে আনন্দে মাতোয়ারা শিশুরা। ছন্দে-সুরে ও ছড়া-গানে সিসিমপুরের এসব চরিত্র বাচ্চাদের জন্য নানা শিক্ষণীয় বিষয় পরিবেশনায় তুলে ধরা হয়।

শনিবার (৪) ফেব্রুয়রি বিকেল চারটায় সোহরাওয়ার্দী উদ্যানের প্রথম গেটে শিশু চত্বরে এ অনুষ্ঠান চলতে দেখা যায়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার প্রথম শুরু হয় শিশুদের জন্য এ ‘সিসিমপুর’ অনুষ্ঠান। পুরো বইমেলার মাসজুড়ে প্রতি শুক্র ও শনিবার ‘সকাল ৯টা, বিকেল তিনটা এবং সন্ধ্যা ৬টায়’ চলবে এই শিশু প্রহর। 

রাজধানীর বনানী এলাকা  থেকে আসা শিশু সাবিতের বাবা নুরুল্লাহ  আমার সংবাদকে বলেন, ‘এখানে এসে আমার বাচ্চা এতো আনন্দিত হবে ভাবিনি। আসলে এভাবেই বাচ্চাদের ভিতরে পড়াশোনা, গবেষণার প্রতি ছোটো বেলা থেকেই উদ্দীপনা জোগাতে হবে। এবং সিসিমপুর দেখে এর খুব ভালো লেগেছে। অনেক মজা করেছে। দেখলাম সিসিমপুরের চরিত্রগুলোর সঙ্গে নেচেছেও।’

আহনাফ নামের এক শিশু বলেন, ‘আমি আজ মেলায় এসে সিসিমপুর দেখেছি। অনেক মজা করেছি। মেলায় ঘুরবো, বই কিনবো। আর মজার মজার খাবার খাবো।’

মেলায় ছেলেকে নিয়ে ঘুরতে আসা আরেক অভিভাবক সুইটি বলেন, ‘ছেলেকে নিয়ে এলাম বইমেলায় এবং এসে এখানে দেখছি সিসিমপুর হচ্ছে। আসলে আমি নিজেও এসব দেখে বড় হয়েছি। শিশুরা তো মজা করতে করতেই শেখে।’

সিসিমপুরের সমন্বয়ক সাব্বির আহমেদ বলেন, ‘প্রতিদিন শিশু চত্বরে তিনটি করে প্রোগ্রাম থাকবে। প্রতি শুক্রবার ও শনিবার সিসিমপুরের এ আয়োজন চলবে পুরো ভাষার মাসজুড়ে।’

এর জন্য আলাদা কোনো পেমেন্ট দিতে হয় কিনা জানতে চাইলে এ সমন্বয়ক বলেন,না এটা সম্পূর্ণ ফ্রিতে বইমেলা কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে, শিশুদেরকে  আনন্দ দেওয়ার জন্য।

এআরএস

Link copied!