Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বইমেলায় ৩৫-৭০ শতাংশ কমিশনে চলছে বই বিক্রি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৪, ০১:৩৫ পিএম


ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বইমেলায় ৩৫-৭০ শতাংশ কমিশনে চলছে বই বিক্রি

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। উল্লেখ্য, গত ১১ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি মেলার উদ্বোধন করেন।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এই মেলা পুরো রমজান মাস জুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬৪ টি স্টল রয়েছে ।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে ৩৫% কমিশন এবং বিশেষ কিছু বই ৫০%-৭০% কমিশনে পাওয়া যাবে।

এইচআর

 

 

Link copied!