Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

প্রথম নারী হিসেবে চাঁদে যাচ্ছেন ক্রিস্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৫, ২০২৩, ১১:২০ এএম


প্রথম নারী হিসেবে চাঁদে যাচ্ছেন ক্রিস্টিনা

পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে আবার চন্দ্রাভিযানে যাচ্ছে মানুষ। সোমবার চন্দ্রাভিযানের দলও ঘোষণা করেছে নাসা। 

এবারের চন্দ্রাভিযানে একাধিক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে একসঙ্গে। এই প্রথম চাঁদে পা পড়বে কোনো নারীর। এই নারী নভোচারীর নাম ক্রিস্টিনা কোচ। একই সঙ্গে এই প্রথম চাঁদে যাচ্ছেন কোনো কৃষ্ণাঙ্গ। তার নাম ভিক্টর গ্লোভার।  এই প্রথম চাঁদে যাবেন কানাডার কোনো নাগরিক।

প্রায় ৫০ বছর পর আবার চাঁদে মানুষের পা পড়তে চলেছে। আগামী বছর নাসা চাঁদের যে মিশন তৈরি করছে, তার নাম দেওয়া হয়েছে আরটেমিস টু লুনার মিশন।

নাসার তিনজন মহাকাশযাত্রী এই মিশনে যোগ দেবেন। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারে দীর্ঘদিন কাজ করেছেন। নারী হিসেবে সবচেয়ে বেশিদিন মহাকাশের গবেষণাগারে সময় কাটিয়েছেন চাঁদে পা দিতে যাওয়া নারী। 

সব মিলিয়ে তিনি সেখানে ছিলেন ১১ মাস। বস্তুত, এর আগে শেষ কোনো মহাকাশচারী চাঁদে গিয়েছিলেন ১৯৭২ সালে। সেই ঐতিহাসিক চন্দ্রাভিযানের নাম ছিল অ্যাপোলো এক্সপ্লোরেশন।

এমএইচআর

Link copied!