ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বিদ্যুৎ সাশ্রয়ী যুদ্ধে সকলকে অংশগ্রহণের আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৮, ২০২২, ০৩:০২ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ী যুদ্ধে সকলকে অংশগ্রহণের আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ী যুদ্ধে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সারাবিশ্বে এখন বিদ্যুৎ-জ্বালনি সংকট চলছে। সাময়িক হলেও আমাদের এই যুদ্ধে জয়ী হতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। 

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয় এবং সরকারি-বেসরকারি অফিসের বিষয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আমরা প্রস্তাব করেছি... অফিসের সময় কমিয়ে আনা অথবা ভার্চ্যুয়ালি অফিস করার বিষয় নিয়ে। 

প্রধানমন্ত্রী বিষয়টিতে তার সিদ্ধান্ত জানাবেন। হয়তো আজই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। 

এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, বাসা থেকে কাজ করতে আমরা অভ্যস্ত। করোনাকালীন সময়ে আমাদের সেই প্রাকটিস হয়েছে। তবে কোনটা করলে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় হবে, সেটা আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে  হবে। 

তবে এটা সত্য সারাবিশ্ব একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সুতরাং আমাদেরও এ যুদ্ধ অংশগ্রহণ করতে হবে। ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী বিদ্যুৎ ও জালানি সংকটে বিলাসী গাড়ির ব্যবহার কমিয়ে আনা হবে। যারা গাড়ির বিলাসী ব্যবহার করছেন, তাদের তালিকা তৈরি হচ্ছে। সকল জেলা প্রশাসকদের এ বিষয়ে অবহিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


আমারসংবাদ/টিএইচ

Link copied!