ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রশংসা মার্কিন কর্মকর্তার

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১০, ২০২৩, ১২:২১ এএম

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রশংসা মার্কিন কর্মকর্তার

১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখ। চার দিনের সফরের তৃতীয় দিন সোমবার বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে তিনি ওই প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য প্রচুর সম্পদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারা এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘে রোহিঙ্গাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবে সমর্থন এবং রোহিঙ্গা জেনোসাইডকে যথাযথ স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন সরকারের প্রশংসা করেন।

এ ছাড়া তারা পারস্পরিক স্বার্থ ও অগ্রাধিকার সংক্রান্ত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়, বিশেষ করে মানবিক সহায়তা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন, প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, উন্নয়ন সহযোগিতা, সমুদ্রবিষয়ক নিরাপত্তা, আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালীকরণ, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক কর্নেল ব্রেইন লুতি, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ব্যুরোর পরিচালক স্কট আরবম, ঢাকায় যুক্তরাষ্ট্রের মিশন উপপ্রধান হেলেন লাফেইভ, রাজনৈতিক বিভাগের পরিচালক আরতুরু হাইন্স, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) মো. খুরশেদ আলম, মহাপরিচালক (আমেরিকাস) নাঈম উদ্দীন আহমেদ, মহাপরিচালক (মিয়ানমার) মিয়া মো. মাইনুল কবির, মহাপরিচালক (উত্তর আমেরিকা) মাসুদুল আলম ও পরিচালক (আমেরিকাস) হাসান আব্দুল্লাহ তৌহিদ।

এর আগে গতকাল রবিবার মার্কিন প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। তারা রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও সংস্কৃতিচর্চার সুযোগসহ অন্যান্য সুবিধা পরিদর্শন করে। এ ছাড়া সোমবার প্রতিনিধিদল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের একটি গোলটেবিল বৈঠকে অংশ নেয়। মার্কিন প্রতিনিধিদলটির কাল মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এনএমএম/

 

Link copied!