Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

প্রধানমন্ত্রী

দেশে কেউ অশিক্ষিত থাকবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৩:৫২ পিএম


দেশে কেউ অশিক্ষিত থাকবে না

দেশে কেউ অশিক্ষিত থাকবে না। সবার সুশিক্ষা নিশ্চিত করবো। আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে মাথা মত না করা। আমাদের যা কিছু অর্জন সংগ্রামের মধ্য দিয়েই পেয়েছি। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। যারা একুশে পদকপ্রাপ্ত গুণীজন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যারা দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তাদের সবাইকে একসঙ্গে পদক দেয়া সম্ভব নয়। তবুও যতটুকু সম্ভব দেয়ার চেষ্টা করি। গুণীজনদের পুরস্কার দিতে পেরে আমরা ধন্য।  
আরএস

 

Link copied!