Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

পাট দিবসে প্রধানমন্ত্রী

পাট থেকে উৎপাদিত রপ্তানি পণ্যে প্রণোদনা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১৪, ২০২৪, ১২:৪৪ পিএম


পাট থেকে উৎপাদিত রপ্তানি পণ্যে প্রণোদনা দেবে সরকার

জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারের সুযোগ বেড়েছে। পাট খাতে বিশ্বে অনেক সম্ভাবনা রয়েছে, সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। পাট থেকে উৎপাদিত রপ্তানি পণ্যে সরকার প্রণোদনা দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই সঙ্গে পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানো ও নতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

এর আগে পাটখাতে বিশেষ অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দিয়েছেন শেখ হাসিনা। ৬টি পাটকল ও বহুমুখী পাটকল মেলার উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ সম্মাননা তুলে দেন।

বিআরইউ

Link copied!