Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

বিআরটিএ

ঈদে সড়ক দুর্ঘটনায় ২৯৫ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২৪, ০৭:৩৭ পিএম


ঈদে সড়ক দুর্ঘটনায় ২৯৫ জনের প্রাণহানি

গত বছরের তুলনায় এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেশি বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। রোববার দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানান।

বিআরটিএ চেয়াম্যান জানান, এবার ২৫৪টি সড়ক দুর্ঘটনায় ২৯৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৪০৫ জন।

বিআরটিএর পরিসংখ্যান বলছে, গত রোজার ঈদে ২৫৩টি সড়ক দুর্ঘটনায় ২৩৯ জনের মৃত্যু হয়। আর আহত হন ৫১০ জন।

নুর মোহাম্মদ মজুমদার জানান, সড়ক আইন মানা হচ্ছে না বলেই এসব দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কমাতে নিয়মিত সড়কে অভিযান চালানো হবে।

তবে নিজেদের লোকবল কম থাকায় এ নিয়ে সবাইকে সচেতন থাকার ও আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

দুর্ঘটনার কারন হিসেবে অসাবধানতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, পথচারীদের অসাবধানতা, ট্রাফিক আইন না মানা, মোটর সাইকেল চালকদের অসতর্কতাকে দায়ি করেন বিআরটিএ চেয়ারম্যান।

গত শনিবার যাত্রি কল্যান সমিতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, এবারের ঈদে ৩৯৯ টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ৪০৭ জনের। আর আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।

আরএস

Link copied!