Amar Sangbad
ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫,

ডিবি থেকে বেরিয়ে হারুন

থানায় এসে যেন মানুষ সেবা নিতে পারে সে লক্ষ্যে চেষ্টা করবো

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৪, ০৭:৫৬ পিএম


থানায় এসে যেন মানুষ সেবা নিতে পারে সে লক্ষ্যে চেষ্টা করবো

ডিবি কার্যালয় গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘থানায় এসে যেন মানুষ সেবা নিতে পারে সে লক্ষ্যে আমি চেষ্টা করবো। যেন সাধারণ মানুষ থানায় আসে এবং সেবাটা পায়। থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে চেষ্টা করবো।’

বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। ডিএমপিতে আমাকে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ করে দিয়েছে। মানুষের শেষ ভরসাস্থলের জায়গা থানা। থানা যেন মানুষকে সেবা দিতে পারে সে লক্ষ্যে আমি চেষ্টা করবো, যেন সাধারণ মানুষ থানায় আসে এবং সেবাটা পায়। যে কোনো ঘটনায় থানায় গিয়ে জিডি-মামলা করতে পারে। আমি চেষ্টা করবো থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে।’

আরএস

Link copied!