ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

‘মোর মানিক ধন কোনায়, বুকোত আনি দেও’ নয়নের মায়ের আহাজারি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৪, ০৬:০৪ পিএম

‘মোর মানিক ধন কোনায়, বুকোত আনি দেও’ নয়নের মায়ের আহাজারি
সন্তানকে হারিয়ে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভীন বেগম। ছবি: সংগৃহীত

‘মোর মানিক ধন কোনায়, বুকোত আনি দেও’- ক্ষীণ স্বরে এ কথা বলার পরই মূর্ছা যাচ্ছিলেন পারভীন বেগম। অনবরত কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কথা বলতে পারছেন না তিনি। ছেলে হারানোর শোকে হয়ে গেছেন বাকরুদ্ধ।

পারভিন বেগম ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের হতভাগিনী মা। রাজধানী ঢাকায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে তার একমাত্র ছেলে নয়ন মারা গেছেন।

ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বন্দর থেকে ছড়ান-আফতাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে ৩০ কিলোমিটার দূরে বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রাম। এই গ্রামেরই প্রান্তিক কৃষক আক্তারুজ্জমান। তার বাড়িতে গিয়ে দেখা গেল, এক হৃদয়বিদারক দৃশ্য। বাড়ির সামনে চেয়ারে বসে আছেন প্রতিবেশীরা। গভীর বেদনায় অপেক্ষা করছেন। কখন মরদেহবাহী গাড়ির সাইরেনের আওয়াজ আসে, সেই গাড়িতেই আসবে সবার প্রিয় নয়ন। বাড়ির ভেতরে নারীদের জটলা। সেখানে কাঁদছেন নয়নের একমাত্র বোন সীমা আক্তার।

সীমা বলেন, আমার ভাই নয়নের মৃত্যুর জন্য ট্রাকচালক ও পুলিশ প্রশাসন দায়ী। পুলিশ যদি রাস্তায় ঠিকভাবে দায়িত্ব পালন করতো, তাহলে নয়ন মারা যেত না। আমি দায়ীদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। ঘটনার দুই দিন আগে ভাইয়ের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল বলে জানান সীমা।

২০২২ সালে জমিজমা বিক্রি করে চাকরি নিয়েছিল নয়ন। তার মৃত্যুতে পরিবার আজ নিঃস্ব। বাকরুদ্ধ হওয়ার আগে সকালের দিকে মা পারভীন বেগম হাউমাউ করে কান্না করে প্রতিবেশীদের বলেছিলেন, ‘মোর ছইল (আমার ছেলে) বিএ পরীক্ষার রেজাল্ট হইলে আরও ওপর পদর (প্রমোশন) গেইলো হয়। তারপর ছইলোক বিয়া দিনু হয়। মোর আশা আর পূরণ হইল না।’

খালু আব্দুল খালেক ও মামা নুর ইসলাম বলেন, ‘হামরা আর কাকে নিয়া বাঁচমো। হামার সউগ শ্যাষ। ওই ছইল কোনায় সবার ভরসা আছিল।’

প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও মুকুল মিয়া বলেন, ‘নয়ন খুব ভালো ছেলে। সবার সঙ্গে তার সদ্ভাব ছিল। বাড়িতে আসলে সবার খোঁজ খবর নিত।’

নয়ন সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে প্রথম যোগদান করেন ২০২৪ সালে। পরে তিনি রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনে যোগ দেন। ২১ দিন ট্রেনিং করে বর্তমানে বিশেষ টিমে কাজ করেছিলেন। তার ডিগ্রি পরীক্ষা শেষ হয়েছে তবে রেজাল্ট জানতে পারেন নি।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহানুর জামান রাস্তায় পড়ে যান এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা রাত চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ওই দুর্ঘটনায় আরও একজন ফায়ার সার্ভিসের সদস্য হাবিবুর রহমান আহত হয়েছেন।

আরএস

 

Link copied!