ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

রমজানে ন্যায্য দামে যেসব স্থানে মিলবে মাছ, মাংস

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:৩৮ পিএম

রমজানে ন্যায্য দামে যেসব স্থানে মিলবে  মাছ, মাংস

পবিত্র রমজান মাসে ন্যায্য দামে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ঢাকার ২৫টি স্থানে এই পণ্যগুলো বিক্রি করা হবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ২৫ স্থানে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ২৫ স্থানে এইগুলো বিক্রি করা হবে সেগুলো হচ্ছে-

১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড) ২. খামারবাড়ি (ফার্মগেট) ৩. ষাটফুট রোড (মিরপুর) ৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর) ৫. নয়াবাজার (পুরান ঢাকা) ৬. বনশ্রী ৭. হাজারীবাগ (সেকশন) ৮. আরামবাগ (মতিঝিল) ৯. মোহাম্মদপুর (বাবর রোড) ১০. কালশী (মিরপুর) ১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে) ১২. শাহজাদপুর (বাড্ডা) ১৩. কড়াইল বস্তি, বনানী ১৪. কামরাঙ্গীর চর ১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে) ১৬. নাখাল পাড়া (লুকাস মোড়) ১৭. সেগুনবাগিচা (কাঁচা বাজার) ১৮. বসিলা (মোহাম্মদপুর) ১৯. উত্তরা (হাউজ বিল্ডিং) ২০. রামপুরা (বাজার) ২১. মিরপুর-১০ ২২. কল্যাণপুর (ঝিলপাড়) ২৩. তেজগাঁও ২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার) ২৫. কাকরাইল

এ সময় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের নদী এবং সাগরের সর্বত্র ইলিশ ধরা, ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

আরএস

Link copied!