আমার সংবাদ ডেস্ক
মে ২৭, ২০২৫, ০৯:১৩ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ২৭, ২০২৫, ০৯:১৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ৩৯৩ জন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বর্তমানে ৩৩৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া ৫১ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়ায় পাঠিয়েছে সরকার। সব মিলিয়ে জুলাই আহতদের চিকিৎসা সেবায় সরকার ৬১ কোটি ২ লাখ টাকা খরচ করেছে। আরও ২৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর, থাইল্যান্ড ও তুরুস্ক পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসারত জুলাই যোদ্ধাদের পরামর্শ সেবা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে, যারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ সংক্রান্ত অগ্রগতি :
জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদ পরিবারের মধ্যে ৬৩০টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৬৩ কোটি টাকার সঞ্চয়পত্র প্রদানের জন্য ব্যাংকে চেক প্রদান করা হয়েছে। অবিশিষ্টদের ওয়ারিস নির্ধারণ সাপেক্ষে সঞ্চয়পত্র প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।
আহতদের চেক বিতরণ তথ্যাবলী :
'এ' ক্যাটাগরির আহত ৪৯৩ জনের প্রত্যেককে ২ লাখ টাকা করে ৯ কোটি ৮৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
'বি' ক্যাটাগরির আহত ২০৮ জনের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৯ কোটি ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
'সি' ক্যাটাগরির আহত ১০,৬৪২ জনের প্রত্যেককে এককালীন ১ লাখ টাকা করে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান, আহত এ, বি, সি ক্যাটাগরির মধ্যে চেক প্রদানসহ মোট ২৮৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
আগামী অর্থ বছরে প্রতিটি শহীদ পরিবার আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবে। এছাড়াও আগামী অর্থ বছরে প্রতিটি শহীদ পরিবারকে মাসে নিয়মিত ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আগামী অর্থ বছরে এ ক্যাটাগরির আহতদের প্রত্যেকে অবশিষ্ট ৩ লাখ টাকা, বি ক্যাটাগরির আহতদের প্রত্যেকে অবশিষ্ট ২ লাখ টাকা করে দেওয়া হবে।
আগামী অর্থবছরে প্রতি মাসে এ ক্যাটাগরির আহতরা ২০ হাজার টাকা, বি ক্যাটাগরির আহতরা ১৫ হাজার টাকা এবং সি ক্যাটাগরির আহতরা ১০ হাজার টাকা করে ভাতা প্রাপ্য হবেন। -বাসস
আরএস