সেপ্টেম্বর ৭, ২০২২, ০৪:৪৬ পিএম
‘মিটিং হচ্ছে খালেদা জিয়া, তারেক রহমানকে বাদ দিয়েই বিএনপি নির্বাচনে আসবে। বিএনপির নেতা কে? খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আর তারেক জিয়া ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পালিয়ে আছে। তাই তারা পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে আসতে চাচ্ছে না।’
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বিএনপি কোনো দিনই সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসতে পারেনি। সামরিক ক্যু ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে।
আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আব্দুর রহমান আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের নায়ক ছিল জিয়াউর রহমান। ইতিহাস খুনিদের ক্ষমা করে না। জিয়াউর রহমানের লাশের চিহ্ন বাংলাদেশের মানুষ দেখতে পারেনি।
বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিরা দম্ভ করে বলেছিল, এ দেশে আর জয় বাংলা ধ্বনি উচ্চারিত হবে না। শেখ মুজিবের নাম আর উচ্চারিত হবে না। আজ বঙ্গবন্ধুর নাম আড়াইহাজারসহ সারা বিশ্বে ধ্বনিত হচ্ছে।
আব্দুর রহমান আরও বলেন, ২০২৪ সালের প্রথম দিক দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ভণ্ডুল করতে তারা ষড়যন্ত্র করছে।
তারা আন্দোলনের নামে এ দেশের জনগণের সহায়-সম্পদ নষ্ট করছে। বাংলাদেশের ছাত্রলীগের একজন কর্মী বেঁচে থাকতে তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
এর আগে সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
টিএইচ