Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ওবায়দুল কাদেরের নির্দেশে

মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিম

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০২:০৮ পিএম


মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিম

দীর্ঘদিন ধরেই দেশের বাহিরে অবস্থান করছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্কর। তিনি দেশের বাহিরে অবস্থান করলেও সংগঠনের কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক না করায় তোপের মুখে সংগঠনটির সভাপতি সাইদুর রহমান।

বিষয়টি নিয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের নিজ কার্যালয়ে সভাপতির কাছে জবাব চান সিনিয়র নেতারা। এসময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। উচ্চ বাক্য উচ্চারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন সভাপতি।  

সূত্রে জানাযায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সাথে যৌথসভা করেন বাংলাদেশ আওয়ামী লীগ। দলের ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা। 

সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্কর দেশের বাহিরে থাকলেও কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব হয়নি বলে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে অভিযোগ করেন মৎস্যজীবী লীগের সিনিয়র নেতারা।

তাদের কথার জবাবে কাদের বলেন, কেউ বাহিরে যাবে। কিন্তু কাউকে দায়িত্ব দিবে না। তা হতে পারে না। কারণ আমিও বাহিরে গেলে দায়িত্ব দিয়ে যাই।

কেউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক না করায় উপস্থিত সভাপতি ও কার্যকরি সভাপতির উপর ক্ষোভ প্রকাশ করেন কাদের। 

একই সাথে সংগঠনের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার জন্য সংগঠনের সভাপতিকে নির্দেশ দেন। 

নাম প্রকাশ না করার শর্তে মৎস্যজীবী লীগের এক কেন্দ্রীয় নেতা আমার সংবাদকে বলেন, সাংগঠনিক কার্যক্রমে ব্যর্থ মৎস্যজীবী লীগের সভাপতি ও কার্যকরি সভাপতি।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র নেতাদের মতামত না নিয়ে নিজেদের খেয়াল খুশী মতো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তারা।  

সাধারণ সম্পাদক দেশের বাহিরে গেলেও কেন ভারপ্রাপ্ত করা হয়নি এবং চিঠি দেয়া হয়নি সভাপতিকে প্রশ্ন করেন সংগঠনের নেতারা। এমন প্রশ্ন করতেই খেপে যান সভাপতি। উত্তেজিত হয়ে ওঠেন অন্য নেতারাও।

এসময় উপস্থিত ছিলেন, কার্যকরি সভাপতি সাইফুল আলম মানিক, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর চোকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলিম, রফিকুল ইসলাম খা, ফিরোজ আহমেদ তালুকদার, দপ্তর সম্পাদক এনামুল হক রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সাইদ মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান কমল, সদস্য আবুল সরকার প্রমুখ।  

জানতে চাইলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলিম আমার সংবাদকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। তার সাথে একমত প্রকাশ করেছেন আমাদের সংগঠনের সভাপতি সাইদুর রহমান।

 

টিএইচ

Link copied!