Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪,

১০ দফা দাবিতে সব মহানগরে বিএনপির পদযাত্রা আজ

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১১:৪৯ এএম


১০ দফা দাবিতে সব মহানগরে বিএনপির পদযাত্রা আজ

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বাদে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। পদযাত্রা কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। সব মহানগরে নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

মহানগরগুলো হলো- চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর। 

ময়মনসিংহ মহানগরের পদযাত্রার নেতৃত্ব দেবেন বিএনপি নেতা মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ, খুলনায় বরকত উল্লা, কুমিল্লায় মো. শাহজাহান, গাজীপুরে এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে শামসুজ্জামান ও রংপুরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

এআরএস

 

Link copied!