Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

ছাত্র ইউনিয়নের সম্মেলনের কাউন্সিল অধিবেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

মার্চ ১৫, ২০২৩, ০৯:৩৯ পিএম


ছাত্র ইউনিয়নের  সম্মেলনের কাউন্সিল অধিবেশন স্থগিত

শেষ সময়ে এসে কাউন্সিল অধিবেশন স্থগিত করলো ছাত্র ইউনিয়ন। ১৭ ও ১৮ মার্চ বিবাদমান দুই অংশের কাউন্সিল হওয়ার কথা থাকলেও বুধবার (১৫ মার্চ) কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

এ প্রসেঙ্গ সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, কাউন্সিল অধিবেশনের জন্য নির্ধারিত স্থানের বুকিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের জন্য বাতিল হয়ে যাওয়া এবং বিকল্প কোন অডিটোরিয়াম না পাওয়ার কারণে ১৭ ও ১৮ মার্চ, ২০২৩ তারিখের অনুষ্ঠিতব্য কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ঐক্যবদ্ধভাবে কাউন্সিল অধিবেশনের স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে।

তবে, সংগঠনটির ৪১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

উল্লেখ্য, ৪০তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ফয়েজ উল্লাহ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান দীপক শীল। পরবর্তীতে অভ্যন্তরীণ মতানৈক্যে আলাদা কর্মসূচি পালন করে আসছে আরেকটি অংশ।

আরএস

 

Link copied!