Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

বিএনপি‍‍র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২১, ২০২৩, ০২:৫৩ পিএম


বিএনপি‍‍র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপি‍‍`র ভাইস চেয়ারম্যান  শওকত মাহমুদ-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি‍‍`র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২১মার্চ) দুপুরে এ তথ্য জানানো হয়

এ বিষয়ে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান আমার সংবাদকে সত্যেতা নিশ্চিত করে বলেন, তিনি আর দলের কোনো কাজে যুক্ত নেই। স্থায়ী কমিটির সিদ্ধান্তে বিএনপির সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে ।

উল্লেখ্য, এর আগে শওকত মাহমুদকে সংগঠনে বিভ্রান্তির সৃষ্টি ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য শোকজ করা হয়।

বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ছিলেন।

আরএস

 

Link copied!