Amar Sangbad
ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

চাঁদপুর-৩ আসনের আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সুজিত রায়নন্দী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২০, ২০২৩, ০৯:১১ পিএম


চাঁদপুর-৩ আসনের আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সুজিত রায়নন্দী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৬২ চাঁদপুর-৩ এর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার  (২০ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সুজিত রায় নন্দীর পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, আব্দুল বারেক মাতাব্বর,আব্দুল্লাহ আল মাসুম,বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেন, যুবলীগ নেতা শাহজাহান দেওয়ান, রাসেল রাজা, চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নাসিম, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিঠু চন্দ্র শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রবিবার সকালে সুজিত রায় নন্দী এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।

সুজিত রায় নন্দীর কিশোর বয়সে ছাত্র রাজনীতির মাধ্যমেই  রাজনীতিতে হাতেখড়ি। তৃণমূল থেকেই ছাত্ররাজনীতির নানা ধাপ পেরিয়ে, নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে আজকের এই সুজিত রায় নন্দী হয়ে ওঠেছেন তিনি।

সুজিত রায় নন্দী আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন  পেলে তিনি চাঁদপুর সদর ও হাইমচরবাসীকে নৌকার জয় উপহার দিবেন। তিনি বলেন- চাঁদপুর- হাইমচরবাসীর উন্নয়নে নৌকার জয়ের কোন বিকল্প নেই।স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে নৌকার সাথেই থাকতে হবে।

এমন উৎসব মুখোর পরিবেশে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ করায়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ফরম সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে ধন্যবাদ জানান।

আরএস

Link copied!