Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

অবশেষে মুক্তি পেলেন জামায়াত নেতা রফিকুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১১:০৫ এএম


অবশেষে মুক্তি পেলেন জামায়াত নেতা রফিকুল

দীর্ঘ আড়াই কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রবিবার রাত ৯টার দিকে কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।

এ সময় কারাফটকেতাঁকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আইনজীবী ড. হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হোসেন আলী, অ্যাড. মারুফুল ইসলাম, অ্যাড. মুজাহিদুল ইসলাম, মুহাম্মাদ আলী মিঠু প্রমুখ।

উল্লেখ্য, মাওলানা রফিকুল ইসলাম খান ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গ্রেফতার হন। ৩০ মাস ৬ দিন পর তিনি আজ কারাগার থেকে মুক্তিলাভ করলেন।

ইএইচ

Link copied!