Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫,

শ্রমিক দলের সমাবেশ জনসমুদ্রে পরিণত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১, ২০২৫, ০১:৫৩ পিএম


শ্রমিক দলের সমাবেশ জনসমুদ্রে পরিণত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমর্থিত শ্রমিক দলের আয়োজিত সমাবেশ দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো নয়াপল্টন এলাকা মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা গেছে, মিছিলে অংশ নেওয়া শ্রমিকরা মাথায় লাল ফিতা বাঁধা, হাতে দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা লক্ষ করা গেছে।

সমাবেশে অংশ নিয়ে অনেকে জানান, দীর্ঘদিন পর বিএনপির কোনো বড় কর্মসূচিতে অংশ নিয়ে তারা উজ্জীবিত ও আশাবাদী।

মোহাম্মদপুর থেকে আসা পোশাক শ্রমিক আনোয়ার হোসেন বলেন, “অনেকদিন পর সবাই একত্র হতে পেরে ভীষণ আবেগাপ্লুত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

যাত্রাবাড়ী থেকে আসা শ্রমিক নেতা রাজিব বলেন, “স্বৈরাচারের সময় আমরা খোলা ময়দানে কথা বলতেও পারিনি। আজকের এই গণজমায়েত প্রমাণ করে, আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপিই আবার জনগণের আস্থা অর্জন করবে।”

সমাবেশে দুপুর ২টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা।

সমাবেশ থেকে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে বলে জানিয়েছে দলটির নেতারা।

ইএইচ

Link copied!