Amar Sangbad
ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫,

আওয়ামী লীগ নিষিদ্ধসহ হেফাজতের ১২ দফা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩, ২০২৫, ০২:১২ পিএম


আওয়ামী লীগ নিষিদ্ধসহ হেফাজতের ১২ দফা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নারী কমিশন বাতিল এবং রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর পরিকল্পনা থেকে সরে আসার মতো দাবিসহ অন্তর্বর্তী সরকারের কাছে ১২ দফা দাবি উত্থাপন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিশাল সমাবেশে সংগঠনের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক লিখিতভাবে এ দাবিগুলো পাঠ করেন। ঘোষণা পাঠের সময় উপস্থিত হাজারো নেতাকর্মী ‘ইসলাম ও ন্যায়ের’ পক্ষে শ্লোগানে মুখর করে তোলেন উদ্যান।

ঘোষণাপত্রের প্রথম দাবিতেই উঠে আসে নারী সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিলের বিষয়টি। আলেম ও নারী প্রতিনিধি সমন্বয়ে নতুন কমিশন গঠনের সুপারিশ করে হেফাজত।

দাবিপত্রের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো—

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং বহুত্ববাদ বাদ দেওয়া।

শাপলা চত্বর ও জুলাইয়ের ঘটনায় নিহতদের বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিত করা।

নির্বাচনের আগে এসব ঘটনার বিচার শুরু করা।

আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

চট্টগ্রামে হিন্দুত্ববাদীদের হাতে নিহত সাইফুলের হত্যাকারীদের বিচারের দাবি।

শেখ হাসিনার আমলে দায়ের হওয়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং গুম-খুনের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা।

গাজায় ইসরায়েলি হামলা প্রসঙ্গে সরকারের সুস্পষ্ট ও কার্যকর অবস্থান নেওয়া।

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা।

রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর পরিকল্পনা থেকে সরে আসা।

পার্বত্য চট্টগ্রামে বিদেশি কার্যক্রম বন্ধ করা।

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।

সমাবেশে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান আরও জানান, নারীর অধিকার সংক্রান্ত দাবি বাস্তবায়নে আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে সম্মেলন এবং আগামী ২৩ মে চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সকাল থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে ঢাকায় আসতে শুরু করেন হেফাজতের অনুসারীরা। ফজরের নামাজের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন তারা। গোটা সমাবেশে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য হেফাজতের পক্ষ থেকে সতর্ক আহ্বান জানানো হয়।

এর আগে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল ও গণসংযোগ করে হেফাজতের নেতাকর্মীরা। তখনও তারা সমাবেশ সফল করতে ধর্মপ্রাণ জনতার প্রতি অংশগ্রহণের আহ্বান জানান।

বিআরইউ

Link copied!