আমার সংবাদ ডেস্ক
মে ৫, ২০২৫, ০৬:০৭ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ৫, ২০২৫, ০৬:০৭ পিএম
‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা`র নামাজের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে দলটির যাত্রা শুরু হবে।
দলটির প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের সংগঠকরাও উপস্থিত থাকবেন।”
এর আগে ১০ এপ্রিল ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি লেখেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এর মাধ্যমে ছাত্র-জনতাকে নিয়ে আমরা এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “‘পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার, রাজনৈতিক সহিংসতার অবসান, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, এবং শহীদ ও আহতদের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে জনমত তৈরি করাই আপ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য।”
প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন— নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা রক্ষা, ধর্মীয় বিশ্বাসে শ্রদ্ধাশীল সমাজ গঠন এবং চারটি ‘রাহুগ্রাস’—ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই।
বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও বৈষম্যহীন উন্নত রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই প্ল্যাটফর্ম শুধু নতুন একটি রাজনৈতিক দল নয়, বরং সামাজিক পরিবর্তনের আন্দোলনও বটে।”
আরএস