নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৫, ০১:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৫, ০১:৫৫ পিএম
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই প্রত্যাবর্তনে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, “চিকিৎসা শেষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ স্পর্শ আমাদের সবাইকে উদ্বেলিত করেছে। একজন কর্মী হিসেবে আমার স্বপ্ন ছিল—তিনি যেন চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পান এবং বীরের বেশে, লাখো-কোটি মানুষের ভালোবাসা ও অপেক্ষার প্রতিফলন নিয়ে এই বাংলার মাটিতে ফিরে আসেন।”
তিনি বলেন, “আমাদের নেত্রী শুধু একজন রাজনীতিক নন, তিনি সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা ও প্রত্যাবর্তন আমাদের আন্দোলনে নতুন শক্তি ও অনুপ্রেরণা যোগাবে।”
ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা বলেন, “দেশনেত্রীর প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা বরাবরের মতোই অটুট। আমরা আশা করি, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন।”
ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার ফিরে আসাকে “আন্দোলনের পুনর্জাগরণ” হিসেবে আখ্যায়িত করেছেন।
খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা এবং আন্দোলনে অংশগ্রহণে আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
ইএইচ