নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৫, ০৯:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৫, ০৯:৩০ পিএম
‘নির্বাচন করার জন্য ক্ষমতায় বসিনি’ বলে পার পাওয়া যাবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে, অন্যথায় জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।
শুক্রবার রাজধানীর পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রাশেদ খান বলেন, “আমরা আপনাদের সময় দিয়েছিলাম। নয় মাস কেটে গেছে, দশ মাস চলছে। এখনো গণহত্যার বিচার হয়নি, রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়নি। বরং নিজেদের আখের গোছানো, সম্পদ অর্জন আর আওয়ামী লীগের লুটেরাদের সম্পদ পাহারা দেওয়াতেই ব্যস্ত ছিলেন আপনারা।”
তিনি দাবি করেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি বলেন, “এখন বলবেন না, আমরা তো নির্বাচন করার জন্য আসিনি। এই কথা বললে চলবে না, পার পাওয়া যাবে না।”
রাশেদ খান বলেন, “আমরাও রাষ্ট্র সংস্কার চাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকার দশ মাসে কিছুই করতে পারেনি। আমরা ৬৪ জেলায় ড. ইউনূসের নামে স্মারকলিপি দিয়েছি। ঢাকায় রাজপথে মিছিল করেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছি। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি।”
রাশেদ খান বলেন, “মানবিক করিডর নিয়ে একেক উপদেষ্টা একেক কথা বলছেন। এতে জটিলতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে বলছি—এটা আমরা মানি না।”
তিনি আরও বলেন, “যেসব দেশীয় কোম্পানি বিতর্কমুক্ত, তাদেরকেই চট্টগ্রাম বন্দরের কাজ দিতে হবে। বিদেশিদের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট নিলে সমস্যা নেই, কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো সিদ্ধান্ত চলবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি হয়, এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার তো নয়, ভবিষ্যতের সরকারও নিতে পারবে না।”
ড. ইউনূসকে 'একজন খেলোয়াড়' আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, “তিনি ভালো খেলছেন, কিন্তু তার টিম ভালো খেলছে না। তিনি ম্যান অব দ্য ম্যাচ, কিন্তু সিরিজ জিততে পারছি না। কারণ টিম ভালো পারফর্ম করছে না।”
এই সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণের দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে যুব অধিকার পরিষদের থানা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
ইএইচ