ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫
Amar Sangbad

জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ১২:১০ পিএম

জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু

রাজধানীর ঐতিহাসিক সোহরাউয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শনিবার সকাল ৯টা ৪০মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন সাইফুল্লাহ মানসুর।

অনুষ্ঠান পরিচালনা করেছেন– সাইমুম শিল্পী গোষ্ঠী। এছাড়া নহদনগর ও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ নিবেন।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই ঢল নামে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের। দেশব্যাপী নানা জেলা থেকে ট্রেন, বাস ও লঞ্চযোগে দলবদ্ধভাবে রাজধানীতে প্রবেশ করে তারা। মিছিলসহকারে নেতাকর্মীরা দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে ও ব্যানার হাতে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন। অনেকেই উদ্যানে প্রবেশ না পেরে বাইরে অবস্থান নিচ্ছেন।


সমাবেশস্থল ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভোর থেকে সক্রিয় ভূমিকা রাখছেন প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক। হাইকোর্ট, মৎস্যভবন, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে তারা দায়িত্ব পালন করছেন। একই ধরনের পোশাক পরে কর্মীরা আগতদের গেট নির্দেশনা ও অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছেন।

সমাবেশের দ্বিতীয় পর্ব শুরু হবে দুপুর ২টায়। এ সমাবেশের সভাপতিত্ব করছেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

জাতীয় সমাবেশ ঘিরে সাত দফা দাবি তুলে ধরেছে জামায়াতে ইসলামী। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ

২. সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন

৩. সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার বাস্তবায়ন

৪. জুলাই সনদ’ ও ঘোষণাপত্র কার্যকর করা

৫. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন

৬. সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনী পদ্ধতি চালু

৭. এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।

দলের ইতিহাসে এটি প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একক জাতীয় সমাবেশ, যা দলীয় মহলে গুরুত্ব পাচ্ছে ঐতিহাসিক সংহতির বহিঃপ্রকাশ হিসেবে।

বিআরইউ

Link copied!