ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত, শিখতে নয় জিততে এসেছি: সোহান

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩০, ২০২২, ০৩:৫১ পিএম

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত, শিখতে নয় জিততে এসেছি: সোহান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শনিবার (৩০ জুলাই) থেকে। খেলা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামার আগের দিন শুক্রবার (২৯ জুলাই) দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, তারা এখানে শিখতে আসেননি। জেতার জন্যই এসেছেন।

দীর্ঘদিন ধরে জাতীয় দলকে সার্ভিস দেওয়া সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের কেউই নেই এ সিরিজে।

নুরুল হাসান সোহানের নেতৃত্বে একঝাঁক তরুণ ও নতুন ক্রিকেটারকে পাঠানো হয়েছে জিম্বাবুয়েতে। ধারণা করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারুণ্যনির্ভর দল সাজানোর পরিকল্পনা থেকেই জিম্বাবুয়েতে বিশ্রাম দেওয়া হয়েছে সব অভিজ্ঞ তারকাদের।

তবে পরিকল্পনা যাই হোক, নতুন অধিনায়ক সোহানের সহজ কথা- সিরিজ জিততেই জিম্বাবুয়ে সফরে গিয়েছেন তারা। দলে তরুণ বা অপরীক্ষিত খেলোয়াড়দের উপস্থিতি থাকলেও, সে কারণে যে শিখতে জিম্বাবুয়ে গেছেন তারা- মোটেও তা নয়।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সোহানের দৃপ্ত কণ্ঠে শোনা গেলো, ‘আমরা জানি সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। তবে সেজন্য আমরা তৈরি। আপনি হয়তো বলতে পারেন এটি তরুণ দল। তবে আমরা শিখতে আসিনি, জিততে এসেছি।’

নিজের দলকে অনভিজ্ঞও মানতে নারাজ টাইগারদের নতুন অধিনায়ক, ‘আপনি বলতে পারেন না যে আমরা অনভিজ্ঞ দল। কারণ অনেক খেলোয়াড়ই ৬-৭ বছর ধরে খেলছে। তাই আমার মনে হয় অভিজ্ঞতা ঠিক আছে। কন্ডিশন হয়তো একটু আলাদা। তবে এটি অজুহাত হতে পারে না।’

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের চিরায়ত সমস্যার একটি হলো পাওয়ার হিটিং। দেশ ছাড়ার আগে দলের অলরাউন্ডার শেখ মেহেদি হাসান সরাসরিই বলেছেন, তারা চাইলেও আন্দ্রে রাসেল বা কাইরন পোলার্ড হতে পারবেন না। একই মত সোহানেরও।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ বেশ এগিয়ে। এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে ১১ বার, আর বাকি ম্যাচে জিম্বাবুয়ে। আর তাদের মাটিতে ৫ েবারের দেখায় অবশ্য হারতে হয়েছে দুইবার। তবে সিনিয়রদের বাদ দিয়ে তরুণ দল পাঠানোয় এবারের সিরিজের গুরুত্ব অনেক। নজর থাকবে সবারই।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!