Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০

নিউজিল্যান্ড সফরের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২২, ০৮:১৭ পিএম


নিউজিল্যান্ড সফরের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা করল বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ নারী ক্রিকেটের দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজ নারীদের ক্রিকেট চ্যাম্পিয়নশিপের অধীনে; যা বাংলাদেশের প্রথম আইসিসি মহিলাদের এফটিপি সফর। 

শনিবার (১২ নভেম্বর) এই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে কিউই নারীদলের বিপক্ষে বাংলাদেশ নারী দল খেলবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ২ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশের মেয়েরা। 

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১১ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরু হবে ওয়েলিংটনে। বাকি দুই ওয়ানডে হবে ১৪ ও ১৭ ডিসেম্বর। সিরিজ শেষে আগামী ১৯ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

স্কোয়াড: নিগার সুলতানা জোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, শানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম ত্রিসনা, মারুফা আক্তার, রাবেয়া খান, দিলারা আক্তার, দিশা বিশ্বাস।

টিএইচ

Link copied!