ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাঠে নামার আগে পেলেকে শ্রদ্ধা মেসি-নেইমারদের

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১২, ২০২৩, ০৫:০৪ পিএম

মাঠে নামার আগে পেলেকে শ্রদ্ধা মেসি-নেইমারদের

দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তবে মৃত্যুর সঙ্গে শেষ পর্যন্ত লড়াইয়ে হেরে গত মাসেই পরপারে পাড়ি জমান এই ফুটবল কিংবদন্তি। বুধবার লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিরুদ্ধে খেলা শুরুর আগে মেসি, নেইমাররা পড়লেন পেলের ছবি ছাপা বিশেষ টি-শার্ট। এভাবেই পেলেকে শ্রদ্ধা জানালেন লিওনেল মেসি, নেইমারসহ প্যারিস সেইন্ট জার্মেইয়ের ফুটবলাররা।

খেলা শুরুর আগে ব্রালর হলুদ-সবুজ রঙের ছোঁয়া থাকা পেলের মুখ আঁকা বিশেষ টি-শার্ট পরে গা ঘামান পিএসজির ফুটবলাররা। খেলা শুরুর আগে পেলেকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন দু’দলের ফুটবলাররা। তাকে শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ টি-শার্ট তৈরি করিয়েছিলেন পিএসজি কর্তারা। অশান্তির আশঙ্কায় পার্ক দ্য প্রাঁসে মেসিকে বিশ্বকাপের ট্রফি নিয়ে আসার অনুমতি দেননি পিএসজি কর্তৃপক্ষ।

যদিও বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নামার আগেই দর্শকরা অভিনন্দন জানান মেসিকে। ম্যাচ শুরুর আগে গা ঘামানোর সময় মেসিকে বেশ স্বচ্ছন্দ দেখায়। বিশ্বকাপ জেতার পর প্রথম বার ম্যাচ খেলতে নামা আর্জেন্টিনার অধিনায়ককে দেখা যায় কাতারের মতোই ছন্দে। 

বুধবার অ্যাঙ্গার্সের বিরুদ্ধে গোলও করেছেন মেসি। কিলিয়ন এমবাপ্পে ছুটিতে থাকায় পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের মেসি এবং নেমার দু’জনকেই প্রথম একাদশে রেখেছিলেন। ৭২ মিনিটে দলের হয়ে গোল করেন মেসি।

দলের প্রথম গোলের ক্ষেত্রেও মেসির অবদান রয়েছে। লিগ ওয়ানে আটটি গোল হয়ে গেল মেসির। তার আগে অ্যাঙ্কার্স গোল করার দু’টি সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত মেসিরা জেতেন ২-০ ব্যবধানে। মেসির ছন্দ দেখে খুশি পিএসজি কোচ গালতিয়ের। 

খেলার পর তিনি বলেছেন, বিশ্বের সেরা ফুটবলারকে আবার আমরা মাঠে দেখলাম। কোনও সন্দেহ নেই মেসি থাকলে আমাদের দলের খেলা অনেকটা বদলে যায়। এতদিন বিশ্বকাপ জিততে পারেনি। দেশকে বিশ্বকাপ দেওয়ার পর থেকেই মেসি খুব খুশি রয়েছে। শারীরিক ভাবেও দারুণ ফিট।

টিএইচ

Link copied!