Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আয়ারল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ

দুপুরে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৭, ২০২৩, ১২:৫৫ পিএম


দুপুরে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে  বাংলাদেশ

ওয়ানডে সিরিজে পাত্তা না পাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ সোমবর দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। পরের দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে।

সর্বশেষ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ওয়ানডেতে দাপুটে জয়ে পাওয়া সাকিবরা স্বাভাবিকভাবেই এই ফরম্যাটেও এগিয়ে রয়েছেন। বৃষ্টি বাধা না পেলে ওই সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশেরও সুযোগ ছিল। এছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানেও পিছিয়ে আছে সফরকারীরা। আগের পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জয়, একটি পরিত্যক্ত এবং একটি ম্যাচে আইরিশরা জয় পেয়েছিল।

ওয়ানডেতে জয়ের ধারা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও অব্যাহত রাখার কথা জানিয়ে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘কী হবে সেটা নিয়ে ভাবছি না। সেভাবেই খেলতে চাই, যেটা সবচেয়ে ভালো পারব। আমার মনে হয়, এভাবে আক্রমণাত্মক ও স্বাধীনতা নিয়ে খেলতে পারলে, এই দল সবসময়ই ভালো করবে।’

অন্যদিকে, আয়ারল্যান্ড ইতোমধ্যেই বাংলাদেশকে হোয়াইটওয়াশের হুমকি দিয়ে রেখেছে। প্রধান কোচ আইনরিখ মালান জানান, ‘এই সিরিজ দারুণ চ্যালেঞ্জের হবে। এর আগে তারা (বাংলাদেশ) বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে এই ফরম্যাটে। এই ধরনের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করতে পারা অভিজ্ঞ ও তরুণদের জন্য দারুণ অভিজ্ঞতার সুযোগ।’

এআরএস

Link copied!