Amar Sangbad
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪,

ইউরো ২০২৪

নিজ নিজ খেলায় নেদারল্যান্ডস ও ফ্রান্সের জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ২৮, ২০২৩, ১১:২০ এএম


নিজ নিজ খেলায় নেদারল্যান্ডস ও ফ্রান্সের জয়

ইউরো ২০২৪-এর বাছাইপর্বের ম্যাচে নিজ নিজ খেলায় জয় পেয়েছে নেদারল্যান্ডস ও ফ্রান্স। দুটি দলই রয়েছে ‘বি’ গ্রুপে। সোমবার রাতে ডাচরা হেসেখেলে জিতলেও কিলিয়ান এমবাপ্পেদের জয়টা এসেছে বেশ কষ্টে।

ঘরের মাঠ দি কুইপ স্টেডিয়ামে জিব্রাল্টারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের ২৩তম মিনিটে মেমফিস ডেপাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। লিড নিয়েই বিরতিতে যায় দলটি। বিরতির পর নেদারল্যান্ডস পায় আরো দুই গোল, দুটি গোলই করেন ডিফেন্ডার নাথান আকে। ৫০ ও ৮২তম মিনিটে গোল দুটি করেন আকে।

দিনের অপর ম্যাচে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয় কাতার বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর ম্যাচে ৫০তম মিনিটে ফ্রান্সকে গোল এনে দেন বেঞ্জামিন পাভার্ড। এরপর দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে, তবে গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত পাভার্ডের গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

ইউরো ২০২৪-এর বাছাইপর্বে এটি ফরাসিদের টানা দ্বিতীয় জয়। কাতার বিশ্বকাপের পরপরই অবসর নেন ২০১৮ সালে বিশ্বকাপ জেতা অধিনায়ক হুগো লরিস। দলটির নতুন অধিনায়ক এখন কিলিয়ান এমবাপ্পে। ২৪ বছর বয়সী এই তারকার নেতৃত্ব ফ্রান্সের যাত্রাটা শুভই হলো।

আরএস

 

 

Link copied!