ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

অ্যাথলেটিক্স ফেডারেশনে হচ্ছে না ভোটাভুটি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জুলাই ২৩, ২০২৩, ০৬:৪০ পিএম

অ্যাথলেটিক্স ফেডারেশনে হচ্ছে না ভোটাভুটি

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে হচ্ছে না কোনো ভোটাভুটি। ফেডারেশনের নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। ২৮ কার্যনির্বাহী কমিটির পদের বিপরীতে ২৮ মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। ফুটবল, ক্রিকেট বাদে দেশের বাকি ফেডারেশনগুলোর নির্বাচনে মূল আকর্ষণ সাধারণ সম্পাদক পদে। অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু পুনরায় নির্বাচিত হচ্ছেন। সাধারণ সম্পাদকের মতো কোষাধ্যক্ষ জামাল হোসেনও স্বপদে বহাল থাকছেন। 

সহ-সভাপতি পদে অবশ্য বড় রদবদল এসেছে। গত কমিটির পাঁচ সহ-সভাপতির মধ্যে মাত্র দুই জন পুনরায় নির্বাচন করছেন। বাকি তিন সহ-সভাপতি নতুন। তিন জনই পৃষ্ঠপোষক হিসেবে অ্যাথলেটিক্সে আসছেন। ওয়ালটন গ্রুপের এমডি গোলাম মোর্শেদও রয়েছেন সহ-সভাপতির তালিকায়। বিগত কমিটির যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী এবার মনোনয়নপত্র গ্রহণ করলেও জমা দেননি। তিনি একজন কৃতি অ্যাথলেট হলেও সাধারণ সম্পাদকের সঙ্গে দূরত্বে তিনি ফেডারেশনের কমিটিতে জায়গা পাননি। 

দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, সাবেক তারকা অ্যাথলেট ও কোচ শামীমা সাত্তার মিমোরও ঠাঁই হয়নি কমিটিতে। গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হারা চাঁদপুরের আবুল কালাম এবার সদস্য হিসেবে সুযোগ পেয়েছেন একক প্যানেলে। জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ থেকে ৪৪ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এর বাইরে স্বতন্ত্র চারটি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। ব্যক্তিগতভাবে মনোনয়ন সংগ্রহ করা ৪ জন অবশ্য নির্বাচন থেকে দূরে সরে যান। জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের পক্ষে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ ক্রীড়াঙ্গনের স্বার্থে একক প্যানেলের সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২৮ পদের মধ্যে ১৬ টি পদ পেয়েছে জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। 

সহ-সভাপতি: অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, মোহাম্মদ জায়েদুল আলম, মোয়াজ্জেম হোসেন, এস এম ফারুকী হাসান ও গোলাম মোর্শেদ। সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। যুগ্ম সম্পাদক: এস এম শরাফত আলী ও মাসুদ জাহাঙ্গীর কবির। কোষাধ্যক্ষ: জামাল হোসেন। সদস্য: ফারুকুল ইসলাম, ফারহাদ জেসমিন লিটি, শফিকু রহমান, মান্নান মানি, মানিক দত্ত, সাঈদ হাসান, আবু হেনা মোস্তফা কামাল, রফিক উল্লা মিলন, শর্মিষ্ঠা রায়, রুনা লায়লা, নিবাস হালদার, শুমেন চন্দ্র শীল, সাইফুর রহমান রাজ্জাক, প্রবীর কুমার গুপ্ত, আখতারুজ্জামান মৃধা, আবুল কালাম, মনিরুজ্জামান জামাল, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আজমল হোসেন।
 

Link copied!