ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ব্যাটিংয়ে মাশরাফীর সিলেট

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৪, ০১:৪৩ পিএম

ব্যাটিংয়ে মাশরাফীর সিলেট

বিপিএল সিলেট পর্বের খেলায় হোম টিম সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ দু’দলের আগের ম্যাচে জিতেছে চট্টগ্রাম। টানা তিন ম্যাচ হারা সিলেটর বিপক্ষে এই ম্যাচেও পয়েন্ট টেবিলের শীর্ষ দুই নম্বরে থাকা চট্টগ্রাম খেলছে। সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হচ্ছে দুপুর দেড়’টায়।

মিরপুর থেকে সিলেট ভেন্যু পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি সিলেট স্ট্রাইকার্সের। নিজেদের সমর্থকদের কাছে এসেও জয় বঞ্চিত তারা। একেতো দলের বাজে পারফরম্যান্স। তারওপর অধিনায়ক মাশরাফীর ফর্ম নিয়েও হচ্ছে সমালোচনা। ঢাকা পর্বেতো সাবেক অধিনায়ক আশরাফুল প্রশ্ন তুলেছিলেন বিপিএলে ম্যাশের খেলার যৌক্তিকতা নিয়ে। এমনকি মাশরাফী নিজেও বলেছেন আনফিট হয়ে খেলাটা আদর্শ পরিস্থিতি নয় ক্রিকেটারদের জন্য।

আশা ছিল, সিলেট পর্বে এসে ভাগ্য ফিরবে। তবে , সেখানেও হতাশাই সঙ্গী হয়েছে তাদের। চায়ের রাজ্যে পা রেখেই কুমিল্লা ভিক্টোরিযান্সের কাছে ৫২ রানে হেরেছে মাশরাফীর দল। চতুর্থ ম্যাচে তাদের সামনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচের আগেও ঘুরেফিরে আলোচনায় মাশরাফী প্রসঙ্গ। দলের ম্যানেজার নাফিস ইকবাল জানালেন নেতৃত্বগুণেই মাশরাফীকে বিপিএলে চায় মালিকপক্ষ। দিন যত গড়াবে ম্যাশ ততই জ্বলে উঠবে বলে আশা নাফিস ইকবালের।

গেল আসরের রানার্সআপ সিলেট এখন পর্যন্ত তিন ম্যাচ শেষে কোনো পয়েন্ট ঝুলিতে যোগ করতে পারেনি। টেবিলের তলানিতে থাকা সিলেটের বিশ্বাস একটা জয় বদলে দিতে পারে দলের মানসিকতা। টানা হারের পরেও দলকে চাপমুক্ত রাখছে সিলেট।

ঢাকা পর্বের প্রথমে ব্যাট করে ১৭৭ রান তুলেও চট্টগ্রামের বিপক্ষে হেরেছে সিলেট। একই দলের বিপক্ষে ফের টস জিতে ব্যাটিং করা প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমরা প্রথমে ব্যাট করতে চাই এবং ভালো স্কোর তুলতে চাই।’

হারের বৃত্তে থাকা সিলেট স্ট্রাইকার্সকে মোটেও হালকাভাবে নিচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টানা জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে শুভাগত হোমের দল। এ ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় বন্দরনগরীর দলটি। দলে আনা হয়েছে দুই পরিবর্তন। ইমরান উজ্জামানের পরিবর্তে সৈকত আলী আর কার্টিস ক্যাম্ফারের জায়গায় খেলছেন টস ব্রুস।

অন্যদিকে ঘুরে দাঁড়ানোর ম্যাচে সিলেটেও আনা হয়েছে তিন পরিবর্তন। ইয়াসির আলী, বেন কাটিং ও রিচার্ড এনগারাভার পরিবর্তে খেলছেন আরিফুল হক, দুশান হেমন্ত ও হ্যারি টেক্টর।

/বিইউ

Link copied!