ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
চ্যাম্পিয়নস লিগ

নাপোলিকে থামিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

মার্চ ১৩, ২০২৪, ১১:৪০ এএম

নাপোলিকে থামিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

এবারের চ্যাম্পিয়নস লিগ আসরে এই শেষ ষোলোর পর্বের লড়াইটা মোটেও সহজ ছিল না জাভি হার্নান্দেজের দলের জন্য। বিপক্ষে ছিল নাপোলি, গত আসরের সেরি আ চ্যাম্পিয়ন। তবে প্রথম লেগের তাদের মাঠে ১-১ ড্রয়ে খানিকটা এগিয়েই ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। 

চ্যাম্পিয়নস লিগের গতরাতের ম্যাচটিতে আক্রমণের সিংহভাগ নিজেদের দিকে রেখে ৩-১ ব্যবধানের সহজ জয় পায় বার্সেলোনা। এতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানের সহজ পরিসংখ্যানে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় কাতালানরা।

যদিও শেষ ষোলোর পর্বের এই চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বড় বাঁধা ছিল বার্সেলোনার। ২০২০ সালে পর এই প্রথম শেষ ষোলোর ধাক্কা থেকে উতরাতে পারলো কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরুর দিকেই দুই মিনিটের ব্যবধানে ফেরমিন লোপেজ ও জোয়াও কানসেলোর দারুণ ফিনিশিংয়ে জোড়া গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৫তম মিনিটে রাফিনিয়ার বাড়িয়ে দেওয়া বলকে জালে জড়িয়ে গোলের সূচনা আনেন ২০ বছর বয়সী লোপেজ। এদিকে তার মিনিট দুই পরের গোলেও কিছুটা অবদান সেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার। জালের উদ্দেশ্যে তার নেওয়া দারুণ এক শট পোস্টে লেগে আসে ফিরে। তবে সেই ফিরতি বল পেয়ে সেটিকে এবার জালে পৌঁছাতে কোনো ভুল করেনি পর্তুগিজ ডিফেন্ডার কানসেলো।

৩০তম মিনিটে এসে এবার ব্যবধান কমায় নাপোলি। গোলটি আসে আমির রাহমানির পা থেকে। সেখান থেকে একদম ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণে নাপোলিকে সেভাবে কোনো সুযোগই দেয়নই বার্সা ডিফেন্ডাররা। এদিকে এদিন নিষ্প্রভ ছিল নেপলসদের ফরোয়ার্ড ভিক্টর ওসিমেনও। যার বিপক্ষেই বার্সার মূল লড়াই দেখছিল অনেকেই।

উল্টো ম্যাচের শেষ মুহূর্তে এসে আরও একটি গোল হজম করে নাপোলি। ম্যাচে বার্সার শেষ গোলটি করেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি।

বিআরইউ

Link copied!