ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফাইনালে ভিক্টোরিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৪, ১০:২৪ এএম

ফাইনালে ভিক্টোরিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

একেই বলে প্রথমবারই বাজিমাত! এবারই প্রথমবারের মতো এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অংশ নেয় রংপুর রাইডার্স। আর শুরুতেই চ্যাম্পিয়ন বিপিএলের এই দলটি। আজ শনিবার ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নুরুল হাসান সোহানের দল। ব্যাটে ঝড় তুললেন সৌম্য সরকার!

আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর তুলে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট ভিক্টোরিয়া। ৫৬ রানের বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর।

তারকা ব্যাটার সৌম্য জয়ের নায়ক। এদিন ব্যাটে ঝড় তুলে ৫ ছক্কা ৭ চারে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন রংপুর রাইডার্সের এই তারকা ব্যাটার।

অথচ এই ম্যাচ না খেলে গায়ানা থেকে সেন্ট কিটসের বিমানে ওঠার কথা ছিল সৌম্য সরকারের। রিশাদ হোসেন ও আফিফ হোসেনকেও আগের দিন তলব করেছিল বিসিবি। সেন্ট কিটসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়া দিতে বলা হয়েছিল তাদের। ঠিক তখনই রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের আবেদনে সাড়া দিল বোর্ড। বিসিবির বিশেষ অনুমতিতে ম্যাচটি খেলার সুযোগ পেলেন তিনজন। আর তাতেই বাজিমাত!

গায়নায় আজ অজি দল ভিক্টোরিয়াকে ১৭৯ রানের বড় একটা লক্ষ্য দেয় রংপুর। সেই সংগ্রহটা টপকে যাওয়ার পথে শুরুর ৭ ওভারে ১ উইকেটে ৬৫ রান তুললেও এরপরই পথ হারায় তারা। ১৮.১ ওভারে ১২২ রানে শেষ দলটি। হারমিত সিং তুলে নেন ৩ উইকেট। সাইফ ও মেহেদী দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুর শুরুতেই পায় ঝড়ো সূচনা। উদ্বোধনী জুটিতে সৌম্য ও স্টিভেন টেলর দারুণ খেলেন। টেলর ৬৮ রান তুলে ফিরলেও নটআউট ছিলেন সৌম্য। ৩৩ বলে হাফসেঞ্চুরি তুলে এই বাঁহাতি ওপেনার। আর শেষ অব্দি অপরাজিত থাকেন ৫৪ বলে ৮৬ রানে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০তম ফিফটি তুলেন সৌম্য।

তার এই ইনিংসই রংপুরকে এনে দিল ট্রফি। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি জিতল তারা। অথচ এই আসরে এবার প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা। এরপর টানা জয়ে শিরোপা জিতে নিল।

সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ১৭৮/৩, ২০ ওভারে (সৌম্য ৮৬, টেলর ৬৮, মাডসেন ১০; ড্রেকস ১/২০)।
ভিক্টোরিয়া: ১২২, ১৮.১ ওভারে (ক্লার্ক ৪০, ম্যাকডোনাল্ড ১৬; হারমিত ৩/১৯, সাইফ ২/২১, মেহেদী ২/২০, রিশাদ ২/২৬)।

ফল: রংপুর রাইডার্স ৮৬ রানে জয়ী।

বিআরইউ

Link copied!