ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

বড় জয়ে কোপা দেল রের শেষ আটে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৫, ১১:২৯ এএম

বড় জয়ে কোপা দেল রের শেষ আটে বার্সেলোনা

সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জালে ৫ গোল দিয়েছিল বার্সেলোনা। এরপরই কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমেছিল কাতালানরা। এই ম্যাচেও ৫ গোল দিয়েছেন রাফিনিয়া-ইয়ামালরা। এতে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেছে বার্সেলোনা।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে অলিম্পিক স্টেডিয়ামে তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে ওলমোর পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান গাভি।

তবে গোলের পর উদযাপন করেননি ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। বেতিসের যুব একাডেমি থেকেই যে বার্সেলোনার একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা বার্সেলোনা ২৭তম মিনিটে পায় দ্বিতীয় গোল।

ইয়ামালের পাসে ছুটে গিয়ে বক্সে ডান পায়ের জোরাল ভলিতে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কুন্দে। প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ে কাছ থেকে ভিতো হকের প্রচেষ্টা এক হাতে ফিরিয়ে জাল অক্ষত রাখেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া।

একটু পর ইয়ামালের আরেকটি পাসে দুরূহ কোণ থেকে কুন্দে জালে বল পাঠিয়ে উল্লাসে মাতলেও, ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। কুন্দের বুটের সামনের অংশ সামান্য ব্যবধানে অফসাইডে ছিল। এতে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় কাতালানরা। ৫৫তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে বল জালে পাঠান ইয়ামাল; কিন্তু ভিএআরের সাহায্যে এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি। আবার খেলা শুরু হলে একটু পরই গোল করে ব্যবধান বাড়ান রাফিনিয়া।

নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে কয়েকজনের বাধা এড়িয়ে বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান ইয়ামাল। তবে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২০টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি।

৬৪তম মিনিটে রাফিনিয়ার বদলি নামার দুই মিনিট পরই স্কোরলাইন ৪-০ করেন ফেররান তরেস। ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৭৫তম মিনিটে গোলের দেখা পান ইয়ামাল।

ফের্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৭ বছর বয়সী উইঙ্গার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে বদলায় সিদ্ধান্ত। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সফল স্পট-কিকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হকে। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

বিআরইউ

Link copied!