ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

যেমন পুরুষ পছন্দ জাহ্নবীর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২৭, ২০২২, ০২:১৮ এএম

যেমন পুরুষ পছন্দ জাহ্নবীর

তাকে সবাই বেশি ভালো চেনেন বলিউডের প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর মেয়ে হিসেবে। তিনি জাহ্নবী কাপুর। নতুন প্রজন্মের নায়িকা।

মা প্রয়াত হওয়ার পর সবার চোখ এখন মেয়ের দিকে। জাহ্নবী কী কাজ করেন, কী পরেন, কী খান, কার সঙ্গে কখন কোথায় যান— এসব জানতে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। 

বিশেষ করে জাহ্নবী তার পুরুষ বন্ধু ওরহান আওয়াত্রামানির সম্পর্ক নিয়ে এখন চর্চা তুঙ্গে। বলিউডের একাধিক পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। প্রশ্ন ওঠেছে, তবে কি ওরহানকেই বিয়ে করবেন শ্রীদেবীকন্যা? 

সে সবকে তুড়ি মেরে উড়িয়ে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জাহ্নবী জানালেন কেমন পুরুষ বা জীবনসঙ্গী তার পছন্দ। জাহ্নবীর চাহিদা, তার হবু বর কাজের প্রতি শুধু দায়িত্বশীল হবেন এমনটা নয়, বরং যে কাজ তিনি করবেন, তাতে যেন তার পূর্ণ আবেগের প্রকাশ দেখা যায়। 

বড়পর্দার ‘গুঞ্জন সাক্সেনা’ বলেন, ‘যে মানুষের কাজ দেখে আমি মুগ্ধ হবো, যে আমাকে জীবনে অনেক কিছু শেখাবে, চেনাবে, সেই পুরুষকেই আমি আমার জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারব।’

এখানেই থেমে যাননি প্রযোজক বনি কাপুরের মেয়ে। বলেছেন, তার ভালোবাসার মানুষের মধ্যে অবশ্যই বুদ্ধিদীপ্ত রসিকতার ক্ষমতা থাকতে হবে। সেই ক্ষমতা দিয়ে তিনি যেন জাহ্নবীতে মুগ্ধ হয়ে থাকেন এবং মজে থাকেন।

২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। নাগরাজ মঞ্জুলের মারাঠি ছবি ‘সৈরত’-এর হিন্দি পুনর্নির্মাণ এই ছবিটি। সেখানে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত ঈশান খট্টর। তার পরে আর থেমে থাকতে হয়নি শ্রীদেবীকন্যাকে। ‘আংরেজি মিডিয়াম’, ‘গুঞ্জন সাক্সেনা’সহ একের পর এক ছবি। 

তারপরই বলিউডের চর্চার কেন্দ্রে চলে আসে জাহ্নবী আর তার প্রেমজীবন। পেশায় সমাজকর্মী ওরহানের সঙ্গে তার সম্পর্কের জল্পনা শুরু হয়। এক সময় অবশ্য আরেক তারকা সন্তান অভিনেত্রী সারা আলি খানের সঙ্গেও ওরহানের প্রেমের খবর ছড়িয়েছিল। এখন সেই জায়গা নিয়েছেন জাহ্নবী।

Link copied!