ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

জন্মদিনে আবুল হায়াতের নতুন নাটক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০১:৩৩ এএম

জন্মদিনে আবুল হায়াতের নতুন নাটক

একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য নন্দিত অভিনেতা, পরিচালক, নাট্যরচয়িতা; সর্বোপরি একজন ভালো মনের মানুষ আবুল হায়াত আজ ৭৯তে পা রাখতে যাচ্ছেন।

জন্মদিন নিয়ে তার পরিবারের বিশেষভাবে দিনটি উদ্যাপনের কোনো পরিকল্পনা না থাকলেও আবুল হায়াত জানান, ৬ সেপ্টেম্বর রাতেই তার নাতনি শ্রীষার (নাতাশা হায়াতের বড় সন্তান) সঙ্গে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর শুরু করার কথা রয়েছে।

জন্মদিন উপলক্ষে আজ ৭ সেপ্টেম্বর দুপুর ১২.৩০ মিনিটে অনন্যা রুমা প্রযোজিত ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। তবে আবুল হায়াত জন্মদিন উপলক্ষে তার ভক্ত-দর্শকের জন্য নতুন একটি নাটক রচনা করেছেন। রচিত এ মঞ্চনাটকের নাম ‘শোধ’।

নাটকটি আবুল হায়াতের জন্মদিন উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন মঞ্চে মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৭.১৫ মিনিটে ডমিনিক গোমেজের নির্দেশনা নাটকটির প্রদর্শনী শুরু হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নাজনীন হাসান চুমকী, সোবহান বিপুল, কাজী আল আমিন, রিয়াজুল ইসলাম, তাহমিনা খাতুন। এটি স্টেজ ওয়ান ঢাকার দ্বাদশ প্রযোজনা।

জন্মদিন প্রসঙ্গে এবং নতুন নাটক নিয়ে আবুল হায়াত বলেন, ‘জন্মদিনে একটা চাওয়াই আমার, আমি যেন আমার অসমাপ্ত কাজগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন করে যেতে পারি। অভিনয়ের চেয়ে লেখালেখির দিকে মনোযোগটা বাড়াচ্ছি। যে কারণে নিজের জীবনী লেখার দিকেও মনোযোগটা বেড়েছে। মাঝে একটু থেমে ছিল। শোধ’ নাটকটি আমার রচিত নতুন নাটক। যারা নাটকটি মঞ্চস্থ করছে, তারা বেশ আগ্রহ নিয়েই মঞ্চস্থ করছে।

নতুন ছেলেমেয়েদের জন্য শুভকামনা রইল। আর জন্মদিনে যথারীতি আমার বড় মেয়ে বিপাশা এবং তার পরিবারের সবাইকে খুব মিস করব। সবার কাছে দোয়া চাই আমি আমার স্ত্রী শিরীন, সন্তান, নাতি-নাতনিদের নিয়ে যেন ভালো থাকতে পারি। এক জীবনে অনেক প্রাপ্তি, মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া।’

এদিকে আবুল হায়াত সর্বশেষ চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘আনন্দধাম’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। আবুল হায়াত জানান, আরিফ খানের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা রয়েছে তার।
 

Link copied!