Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪ ভাদ্র ১৪২৯

১১টার ট্রেন কমলাপুর ছাড়ল ১২ টায় 

আমারসংবাদ ডেস্ক

আমারসংবাদ ডেস্ক

জুলাই ৫, ২০২২, ০২:৫৭ পিএম


১১টার ট্রেন কমলাপুর  ছাড়ল ১২ টায় 

ঈদ যাত্রার প্রথম দিনই নির্ধারিত সময়ের বিপর্যয় ঘটিয়ে ১১ টার ট্রেন দীর্ঘ এক ঘণ্টা দেড়িতে কমলাপুর ছেড়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করে ঘরমুখী যাত্রীরা।

মঙ্গলবার (৫ জুলাই)কমলাপুর স্টেশন থেকে সকাল ১১ টার পরিবর্তে ১২ টায় ছেড়ে যায় জামালপুর অভিমুখী অগ্নিবীনা এক্সপ্রেস।

সরেজমিনে গিয়ে দেখা যায় ৭ নাম্বার প্লাটফর্মে দাড়িয়ে আছে ট্রেনটি। যাত্রিরাও নির্ধারিত আসনে বসে আছেন।শুধু অপেক্ষা একটি হুইছেলের।কিন্তু প্রায় এক ঘণ্টার পার  হয়ে গেলেও ছাড়েনি ট্রেন।বিরুক্তি হয়ে সিট ছেড়ে নেমে এসে জামালপুর অভিমুখী সোহাগ। সময় বিপর্যয়ের অভিযোগ করেন গণমাধ্যমে। তিনি বলেন,ঈদ যাত্রায় ভিড় থাকে বলে ৯ টায় ট্রেনে উঠে বসে আছি। ভেবেছিলাম ১ ঘণ্টা বসে থাকা কঠিন কিছু না। কিন্তু আরোও এক ঘণ্টা সময় পার হয়ে গেল কিন্তু ট্রেন ছেড়ে দিল না।এটা কেমন সিস্টেম?

ক্ষুব্ধ হয়ে সুরাইয়া ইয়াসমিন নামে এক শিক্ষার্থী বলেন,বাসে যাতায়াতের ধীরগতির অভিজ্ঞতার শিকার হয়েছি।তীব্র যানযট থাকায় বাসে য়াতায়াত বরিং বলে ট্রেনে কষ্ট করে টিকিট নিয়েছি কিন্তু এখানেও একিই চিত্র তাহলে আমরা যাবো কোথায় ?

শিডিউল বিপর্যয় সম্পর্কে জানতে চেয়ে একাধিকবারও ফোনে পাওয়া যায়নি স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে।

Dairy-Farm
Prani Sompod

বাংলাদেশ থেকে আরও