ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
জুলাই ১, ২০২৫, ১১:৩৯ এএম
ঢাকার ধামরাইয়ে যুবদল কর্মী হাবিবুর রহমান হাবিবের বাড়ি থেকে চুরি হওয়া একটি ট্রাকের ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত একটার দিকে ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদের নেতৃত্বে হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে ব্যাটারিটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তিন মাস আগে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা আরিয়ান রুবেলের ট্রাক থেকে ব্যাটারিসহ কিছু মালামাল চুরি হয়। ওই ঘটনায় তিনি কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। তদন্তের ধারাবাহিকতায় একই গ্রামের হাবিবুর রহমানের বাড়ি তল্লাশি করে চুরি হওয়া ব্যাটারিটি উদ্ধার করা হয়।
এসআই নিয়াজ মোর্শেদ বলেন, ‘ব্যাটারি হাবিবের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আরও কিছু মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। হাবিবকে বাড়িতে পাওয়া যায়নি, পাওয়া মাত্রই তাকে আটক করা হবে।’
এদিকে স্থানীয় কয়েকজনের ভাষ্য, হাবিবুর রহমান হাবিব ওরফে সুজন একসময় বিজিবিতে চাকরি করতেন। একাধিক বিয়ে ও মাদক সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়ায় চাকরি হারান তিনি। পরে ধামরাই উপজেলা যুবদলের রাজনীতিতে সক্রিয় হন। তার বিরুদ্ধে বিভিন্ন জনকে মামলা ও হামলার মাধ্যমে হয়রানির অভিযোগও রয়েছে।
এসআই নিয়াজ আরও জানান, আশা করি সে মামলা করবেন। বাদী যদি মামলা করে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরইউ