ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
Amar Sangbad

উপার্জনের পথ পেলেন অসহায় দুই নারী ও এক মাদকাসক্ত যুবক

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

জুলাই ২, ২০২৫, ০৭:৪৫ পিএম

উপার্জনের পথ পেলেন অসহায় দুই নারী ও এক মাদকাসক্ত যুবক

মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া দুই তরুণী এবং মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারানো এক যুবককে সুস্থ করে উপার্জনের পথ দেখিয়েছে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইভেন্ট ৮৪’। 

শুধু তাদেরই নয়, সংগঠনটি ইতোমধ্যে অসংখ্য অসহায় নারী-পুরুষকে আত্মনির্ভরশীল করে তুলতে সহায়তা করছে, যা নগরবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।

বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন ‘ইভেন্ট ৮৪’র আহ্বায়ক এবং বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।

জানা গেছে, সাবিনা ও শাম্মি নামের ওই দুই তরুণী বরিশাল শহরে গৃহকর্মীর কাজ করতেন এবং বিভিন্ন সময়ে গৃহকর্তৃক নির্যাতনের শিকার হন। অন্যদিকে, সোবাহান (ছদ্মনাম) নামের এক যুবক মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং রাস্তায় ঘুরে বেড়াতেন। পরবর্তীতে ‘ইভেন্ট ৮৪’র উদ্যোগে তাকে একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সুস্থ হয়ে উঠলে তাকে ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ ও পুঁজি দেওয়া হয়।

অন্যদিকে, সাবিনা ও শাম্মিকে চা-কফি বিক্রির প্রয়োজনীয় সরঞ্জাম ও মূলধন দিয়ে সহযোগিতা করা হয়। এখন তারা নগরীর রাস্তায় স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসেবে চা-কফি বিক্রি করছেন।

সহায়তা পাওয়া এক নারী বলেন, “গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নানা রকম নির্যাতনের শিকার হয়েছি। এখন নিজে উপার্জন করে আত্মমর্যাদার সঙ্গে বাঁচছি। ইভেন্ট ৮৪ আমাকে নতুন জীবন দিয়েছে।”

সোবাহান বলেন, “আমি এক সময় নেশায় ডুবে ছিলাম। ‘ইভেন্ট ৮৪’ আমাকে সেই অন্ধকার থেকে টেনে বের করে এনেছে, ব্যবসার জন্য সহায়তা করেছে। এখন আমি নিজে নিজের ভাগ্য বদলাতে চাই।”

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, “মানবিক সহানুভূতির জায়গা থেকে সমাজের প্রত্যেককে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ‘ইভেন্ট ৮৪’ যা করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জেলা প্রশাসন সবসময় এমন কার্যক্রমে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
সংগঠনের বক্তব্য

‘ইভেন্ট ৮৪’র আহ্বায়ক সাজ্জাদ পারভেজ বলেন, “সমাজে অনেক নারী ও যুবক নির্যাতন কিংবা নেশার ফাঁদে পড়ে জীবনের গতি হারিয়ে ফেলছেন। তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আমরা চাই সবাই যার যার জায়গা থেকে এমন উদ্যোগে অংশ নিক।”

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইভেন্ট ৮৪’ এখন পর্যন্ত শতাধিক অসহায় নারী-পুরুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। ভবিষ্যতেও যেন এ সংগঠন আরও অসহায় মানুষের ভাগ্য বদলের সহায়ক হয়—এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

ইএইচ

Link copied!