Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

মর্টগেজ ডাটা ব্যাংক উদ্বোধন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২২, ২০২২, ১২:১৩ এএম


মর্টগেজ ডাটা ব্যাংক উদ্বোধন

একই সম্পত্তি বারবার জামানত দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণের অপকৌশল বন্ধ করতে চালু হচ্ছে মর্টগেজ ডাটা ব্যাংক। এ ব্যাংকে ঋণের বিপরীতে ব্যাংকের কাছে রাখা ঋণগ্রহীতার জামানতসহ সব তথ্য থাকবে। কেউ একই সম্পত্তি জামানত রেখে অন্য কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে সেই তথ্য নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে ৭২ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ৬ হাজার গ্রাহকের হিসাব তৈরি হয়েছে। এতে ২২ হাজার ২০০ বন্ধকি সম্পত্তির তথ্য রয়েছে। আর মামলা ব্যবস্থাপনা সিস্টেমে ইতোমধ্যে প্রায় ২১ হাজার মামলাও নথিভুক্ত করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে মর্টগেজ ডাটা ব্যাংক এবং মামলা ব্যবস্থাপনা সিস্টেম-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ইএফ

Link copied!