Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪,

সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১১:২৮ পিএম


সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের আট তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় পৌনে এক ঘণ্টা পর রাত ৯টা ৪০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ভবনটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে রাত ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার পর রাত ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট একযোগে কাজ করে রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরএস

Link copied!