ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ভাঙ্গুড়ায় ৪০ দিন জামাতে নামাজ: বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

জুন ১৬, ২০২৫, ০৫:০৭ পিএম

ভাঙ্গুড়ায় ৪০ দিন জামাতে নামাজ: বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৪৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

সোমবার সকালে উপজেলার চড়পাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল, স্কুলব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়। 

এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের দেওয়া হয় কলম ও খাতা।

সংগঠন সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। ঘোষণার পর চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত মোট ৮০ জন শিক্ষার্থী এ কার্যক্রমে অংশ নেয়। তাদের মধ্য থেকে ৪৬ জন শিক্ষার্থী টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল করিম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. ওমর ফারুক, রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছা. সাবিহা ইয়াসমিন, স্থানীয় মসজিদের ইমাম মো. বেল্লাল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

ইএইচ

Link copied!