Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে ঝিলপাড় বস্তির আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০২:৪৩ পিএম


এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে ঝিলপাড় বস্তির আগুন

রাজধানীর মিরপুর ১২ নম্বর ঝিলপাড় বস্তিতে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা একযোগে চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজ দুপুর ১২টা ৫৭ মিনিটে মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার সংবাদ পাই। পরে খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

এর আগে দ্রুত আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে একযোগে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে বাগানবাড়ি বস্তিতে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও বস্তির প্রায় ৩০টির মতো বাড়িঘর পুড়ে যায়।

আরএস

Link copied!