Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪,

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৪, ১২:৪৮ এএম


ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল

উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক টিম আজ গিয়েছিল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে৷ উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে করা যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতা।

আসিফ মাহমুদ আরও জানান, সমন্বয়ক টিম তাদের কাছ থেকে সারাদেশে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ভাইবোনদের তথ্য নিয়েছে৷ তাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনে যা যা পদক্ষেপ নেয়া প্রয়োজন তা করা অন্যতম প্রধান প্রায়োরিটি হবে।

ইএইচ

Link copied!