Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০২:০২ পিএম


শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মোতালিব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৭ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এজাহারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাজাহান খানসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার শাজাহান খানকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ধানমন্ডি মডেল থানার ওসি।

বিআরইউ

Link copied!